Boishakhi 2024

Boishakhi

Date: Saturday, April 27 2024

Time:04:00 PM - 09:30 PM

Venue:Juanita High School PAC | 10601 N.E. 132nd ST., Kirkland, WA 98034

“রাঙাহাসি রাশি রাশি অশোকে পলাশে/ রাঙা নেশা মেঘে মেশা প্রভাত আকাশে…”- ফাগুন পেরিয়ে চৈত্র পড়ে গেল। পলাশে শিমূলে রাঙা হয়ে আছে বাংলার আকাশ। আমরাও কম যাই কীসে? সবে টুকটুক করে ক্যামেলিয়ারা মুখ বাড়াচ্ছে, ড্যাফোডিলেরা মেলছে সাদা- হলুদ ডানা। খরগোশ- কাঠবিড়ালির ছুটোছুটি শুরু হচ্ছে- মানেই শীতঘুম ভেঙে গেছে সিয়াটলের। এসময়ে একটু আধটু বেরিয়ে পড়াই যায়।

কিন্তু বেড়ানোর ফাঁকে আগামী ২৭ এপ্রিল তারিখটা ক্যালেন্ডারে আলাদা করে রাখুন। কেননা ঐ দিন থাকছে উত্তরণের বৈশাখী অনুষ্ঠান , Juanita High School -এ। জানি, এসময়ে মনে পড়বে সেই কত বছর আগেকার তবলা- হারমোনিয়ামের দিনগুলি, বছর ঘুরে ধুলো ঝেড়ে নেমে পড়ত সচন্দন রবিঠাকুর- নজরুলের ছবি, নাটক আর গানের ঘরোয়া মহড়া। আমরা কিন্তু হাল ছাড়িনি, আমাদের ছোটোরা তাদের নাচগানকবিতার ডালি নিয়ে প্রস্তুত হচ্ছে বৈশাখকে বরণ করে নেবার জন্য। আপনারা তো থাকছেনই তাদের উৎসাহ দেবার জন্য, সঙ্গে থাকছে চা- সিঙাড়ার বন্দোবস্ত, আর এক চামচ নস্টালজিয়া।


Spring is almost here in Seattle. In this corner of the world where winter feels too long, the month of Boishakhi is very special and beloved to us. In the soft sunshine of Boishakhi, let us share the story and hopes of our lives. Our Boishakhi evening program is on Satrurday 27th April at 4:00 PM. Don't forget to mark your calendar.

 

Event Schedule

Please Note: Snacks and dinner will be served in the Commons area, cultural performances will be in the Performing Arts Center (PAC). Food and drinks are STRICTLY NOT ALLOWED in PAC.

4:00 PM Door opens
4:30 PM - 5:45 PM Chaa Diye Taa (Tea with Snacks)
4:45 PM - 7:45 PM Cultural Show
7:45 PM - 8:30 PM Chakum Chukum (Dinner Break)
8:30 PM - 9:30 PM Cultural Show